Maya Cycle - Meghdol

Maya Cycle

Meghdol

00:00

04:20

Similar recommendations

Lyric

দেখা যাক, দেখা

যতো দূর যেতে চায় যাক

তুমি থাকো, রাখো

এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান

হরিণের গা মায়া সাইকেল

নিঝুম বৃন্দাবন

হরিণের গা মায়া সাইকেল

নিঝুম বৃন্দাবন

রেখা, জলের মতো একা

দেখি কতদূর সয়, কেমন করে রয়

রেখা, জলের মতো একা

দেখি কতদূর সয়, কেমন করে রয়

রাখো এইখানে হাত, সাত আর পাঁচ

তবে চল ভেবে দেখা যাক

রাখো এইখানে হাত, সাত আর পাঁচ

তবে চল ভেবে দেখা যাক

পথের দৃশ্য শেষে

কিছু ছবির মতো দিন

পথের দৃশ্য শেষে

কিছু ছবির মতো দিন

পাতার সংসার, কিছু আলোর ইশারা

পাতার সংসার, কিছু আলোর ইশারা

ঘুমের রেস্তোরা

রাখো এইখানে ঠোঁট

নির্লোভ জমে থাকা ভোর

হরিণের গা মায়া সাইকেল

নিঝুম বৃন্দাবন

হরিণের গা মায়া সাইকেল

নিঝুম বৃন্দাবন

দেখা যাক, দেখা

যতো দূর যেতে চায় যাক

তুমি থাকো, রাখো

এই নাই হতে যাওয়া শূন্যস্থান

- It's already the end -