Tor Motoi - Jeet Gannguli

Tor Motoi

Jeet Gannguli

00:00

04:51

Similar recommendations

Lyric

তোর মতোই আমি একটা বন্ধু চাই

যার ইচ্ছে বানাবে স্বপ্নের রঙমহল

তোর মতোই আমি একটা বন্ধু চাই

তুই অল্প হলেও আমার সঙ্গে চল

ওই তোর নামে, হ্যাঁ, তোর নামে

দেখ তোর নামেই এ সময় থামে

ভয়ে ভয়ে মন ফেলেছে পা

ফেলে আসা রাস্তাতে

ভিজে ভিজে কেন চোখজোড়া?

ভুলিয়ে দে, ভুলিয়ে দে

কথা দিলাম তোকে একলা না রাখার

হবো ছায়াদের মতো সঙ্গী আমি তোর

তোর মতোই আমি একটা বন্ধু চাই

তুই চাইলে নামাবো রাত আর চাইলে ভোর

ওই তোর নামে, হ্যাঁ, তোর নামে

দেখ তোর নামেই এ সময় থামে

ভালো থাকার তুই ইচ্ছে রাখ

ভালোবাসার হাত ধরে

কষ্টরা আজ যাক তফাৎ

ভুলের দল যাক সরে

তোকে নিয়ে যেতে চাইছি পালিয়ে

কোনো স্বপ্ন মেশানো দেশের বন্দরে

তোর মতোই আমি একটা বন্ধু চাই

কিছু মনকে ভোলানো কথার হাত ধরে

তুই ভরসা দে, তুই আয় সাথে

তোর জন্যে দেখ দিন পাল্টেছে

- It's already the end -