Chanchal Mon Anmona Hoy - Hemant Kumar

Chanchal Mon Anmona Hoy

Hemant Kumar

00:00

02:56

Similar recommendations

Lyric

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি

কত বৃষ্টি হয়েছে মন জুড়ে

সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি

কত বৃষ্টি হয়েছে মন জুড়ে

দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে

চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে

ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

গুন গুন গুন গানে

ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন

এসে বসে মোর মনে

আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে

উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি

অনাসৃষ্টি চলেছে সেই থেকে

উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি

অনাসৃষ্টি চলেছে সেই থেকে

বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে

পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে

ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

- It's already the end -