Megher Palok - Shreya Ghoshal

Megher Palok

Shreya Ghoshal

00:00

05:45

Similar recommendations

Lyric

মেঘের পালক, চাঁদের নোলক

কাগজের খেয়া ভাসছে

মেঘের পালক, চাঁদের নোলক

কাগজের খেয়া ভাসছে

বুক ধুকপুক, চাঁদপানা মুখ

চিলেকোঠা থেকে হাসছে

মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে

তাথৈ তাথৈ বর্ষা

কাকভেজা মন জল থৈ থৈ

রাত্তির হল ফর্সা

আমি তুমি আজ একাকার হয়ে

মিশেছি আলোর বৃত্তে

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে

মেঘের পালক, চাঁদের নোলক

কাগজের খেয়া ভাসছে

আলতো পায়ে ছড়ানো পথ

ভিজে আয়না

এই শহর আবছা ভোর

টের পায় না

জল টুপটুপ পায় ছন্দ

রাত্তির জুঁই ফুল

জল টুপটুপ পায় ছন্দ

রাত্তির জুঁই ফুল

হাতে হাত রেখে আলোক সালোক

স্বপ্নে মশগুল

অগোছালো মন, নেমেছে শ্রাবণ

মেঘ থৈ থৈ ঝর্ণা

আমি তুমি আজ একাকার হয়ে

মিশেছি আলোর বৃত্তে

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে

মেঘের পালক, চাঁদের নোলক

কাগজের খেয়া ভাসছে

আলতো পায়ে ছড়ানো পথ

ভিজে আয়না

এই শহর আবছা ভোর

টের পায় না

জল টুপটুপ পায় ছন্দ

রাত্তির জুঁই ফুল

জল টুপটুপ পায় ছন্দ

রাত্তির জুঁই ফুল

হাতে হাত রেখে আলোক-সালোক

স্বপ্নে মশগুল

অগোছালো মন, নেমেছে শ্রাবণ

মেঘ থৈ থৈ ঝর্ণা

আমি তুমি আজ একাকার হয়ে

মিশেছি আলোর বৃত্তে

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে

রঙের দোয়াতে আঁকিবুকি ভোর

এলোমেলো করে কাটছে

দিন পাল্টায়, আলো আলতায়

দু'টো মন আজ হাঁটছে

যত অলিগলি আকুলি-বিকুলি

এই পথ চলা কদ্দূর?

আগুনের আঁচে আনাচে-কানাচে

তুমি আর আমি রোদ্দুর

তুমি আমি তিন সত্যি হয়ে

বাকি সব আজ মিথ্যে

মম চিত্তে, নৃত্যে, নাচে

মেঘের পালক, চাঁদের নোলক

কাগজের খেয়া ভাসছে

মেঘের পালক, চাঁদের নোলক

কাগজের খেয়া ভাসছে

- It's already the end -