Mukti Dao (From "Kacher Manus") - Nilayan Chatterjee

Mukti Dao (From "Kacher Manus")

Nilayan Chatterjee

00:00

04:07

Similar recommendations

Lyric

আমি বেমানান

কেন থাকবো, যুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

(যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও)

আমি বেমানান

কেন থাকবো, যুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

আবার শিকড় হাজার ঝরে

হাল ছেড়েছে মাটি

মালির জমি কম পড়েছে

কাঠুরিয়া ডাকি

ইচ্ছেরা খড়খড়ে

ছড়ে গেছে মন

কাছের মানুষ হাজার তবু

হাতে গোনা আপন

যেতে দাও এবার

ব্যথা বাড়তে কেন দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

শুনতে হয়, তাই শোনে

টানের বড় মন

মেঘের পরশ বাড়ি খোঁজে

পেয়ে শুধুই গোপন

আলোর কালচে কোণে

কান্না মাখি গায়

তুমিও শেষে আমায় ভুলে

ভাবতে থেকো প্রায়

যেতে দাও এবার

ব্যথা বাড়তে কেন দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

যদি ভালোই বাসো, আমায় মুক্তি দাও

আমি বেমানান

কেন থাকবো, যুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

যদি ভালোই বাসো, আমায় মুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও

যদি ভালোবাসো, আমায় মুক্তি-

- It's already the end -